ডিটিআই তে অনলাইন ডেমো মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত

demo mid term exam

বাংলাদেশে এই প্রথম, অনলাইনে একযোগে ৩৩৮ জন পরীক্ষার্থীর পরীক্ষা নিয়ে এক অনন্য রেকর্ড গড়লো, ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট।

আজ ৫ই এপ্রিল, ২০২০ইং তারিখে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত পলিটেকনিক- ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) অনলাইনে তাদের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছে। ৩৩৮ জন শিক্ষার্থী একযোগে নিজ নিজ বাসায় বসে অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মাসেই অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এই সংকট কালে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শিক্ষার এর কথা চিন্তা করে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট তাৎক্ষণিক অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবং ১৮ই মার্চ, ২০২০ থেকে অনলাইন ক্লাস শুরু করে। এতে শিক্ষার্থীরা বাসায় বসে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে খুব সহজেই তাদের প্রতিদিনের ক্লাসে অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় আজ অনলাইনে মহাসমারোহে তাদের মধ্যপর্বের প্রস্তুতি পরীক্ষা অনুষ্ঠিত হল। যেকোনো সংকটের সময় শিক্ষাকে গতিশীল রাখার এ এক অনন্য উদাহরণ।

সম্মানিত অভিভাবকগণ তাদের সন্তুষ্টি জানিয়ে বলেন, এমন সংকটময় মূহুর্তে ডিটিআই তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা কথা মাথায় রেখে বাসায় বসে অনলাইনে ক্লাস এবং পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই এর যে সুযোগ তৈরী করেছে তা সত্যিই প্রশংসনীয় যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় রাখতেও সহায়ক। যেটা অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানও করতে পারেনি। এটাই হলো ডিটিআই এর এক অনন্য বৈশিষ্ট্য যার জন্য আমারা বরাবরই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X