ডিটিআই অনলাইন অভিভাবক সভা – ২০২০

guardian meeting

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর উদ্যেগে ও সম্মানিত নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব রথীন্দ্রনাথ দাসের সভাপতিত্বে এবং উপ পরিচালক জনাব মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় অনলাইন শিক্ষক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২০। এর মাধ্যমে মোট ৮ টি ডিপার্টমেন্টের ৬০০ অভিভাবকের সাথে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট যুক্ত হয়েছে।

শাফি আহমেদ শোভনের সম্মানিত অভিভাবক মিঃ মাহাবুবুল আলম বলেন, আপনাদের অনলাইন ক্লাসের এই সিস্টেমটা খুবই ভাল। আমার কাছে এটা খুবই ভালো লাগেছে যে, আমার ছেলে অনলাইনে ক্লাস করছে। আপনাদের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগীতায় এটা অব্যাহত থাকবে আশা করি। কারণ এটা আমদের ছেলেমেয়েদের জন্য অনেক কাজে লাগবে। এর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের এই উদ্যোগের জন্য।

ফজলে রাহির সম্মানিত অভিভাবক মিঃ ফজলে রাব্বি চোধুরী ব্যক্ত বলেন, মূলত আমি যেটা বলতে চাই, আপনারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। যেটা অনেক নামকরা অনেক প্রতিষ্ঠান করতে পারে নাই। অনেকে করলেও সীমিত আকারে করছে। তো আপনাদের এই উদ্যোগের ফলে যেটা হয়েছে, সময়ের কিভাবে যথার্থ ব্যবহার করা যায় তা তারা শিখেছে। আপনারা ছাত্রছাত্রীদের সেই সুযোগটা করে দিয়েছেন। আমি আমার ছোট ভাইয়ের মাঝে যে বিষয়টি লক্ষ্য করছি, ক্লাসরুমের ক্লাসের চেয়ে অনলাইন ক্লাসটাকে ও বেশি গুরুত্ব দিচ্ছে বা পছন্দ করছে। কারণটা হয়তো আমাদের ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা, পরিবেশ, বাইরের খাবারের অবস্থা, যেটা আপনারা অবগত। আর আপনাদের আরও যে বিষয়টি আমার ভালো লেগেছে যে, আপনার এই সংকটের সময়ও আপনাদের ক্লিনার থেকে শুরু করে সমস্ত স্টাফদের কথা চিন্তা করছেন।

চিন্ময় মণ্ডলের সম্মানিত অভিভাবক জানান, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অনলাইনে ক্লাসের উদ্যোগের মাধ্যমে আপানাদের স্বনামধন্য প্রতিষ্ঠানের সুনাম আরেক ধাপ এগিয়ে গেলো। আমি একটি স্কুলের প্রধান শিক্ষক। আমারা কিন্তু পারি নাই এমন একটি উদ্যোগ নিতে, আমাদের বিভিন্ন সীমাব্ধতার কারণে। কিন্তু স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে আপনারা এটা করছেন, আশাকরি এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের সন্তানেরা এটা পেয়ে অসম্ভব উপকৃত হয়েছে। আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। সবাই সুস্থ্য থাকবেন, নিরাপদে থাকবেন এই আশাই করছি।

কম্পিউটার ডিপার্টমেন্ট এর স্টুডেন্ট সায়েম রহমানের সম্মানিত অভিভাবক বলেন, আমি একজন কলেজ শিক্ষক। আমি কিভাবে আপনাদের ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। কারণ আপনারা সম্প্রতি যে উদ্যোগটি নিয়েছেন, আমি সত্যিই অনেক অভিপ্রেত। যেটা বলে বুঝানো যাবেনা। আরেকটি বিষয়ে আমি বলতে চাই, অনলাইনে ক্লাসের সাথে সাথে, তাদের পড়ালেখার মূল্যায়নের জন্য আপনারা অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষার যে আয়োজন করতে যাচ্ছেন, তা খুবই প্রশংসার দাবিদার। আর এটাই কিন্তু এই পরিশ্রমের মূল চাবিকাঠি।
রিজভি আহমেদের সম্মানিত অভিভাবক জানান, স্যার আপনাদের এই উদ্যোগটি সত্যিই অসাধারণ। অন্যদের মতো আমিও কিভাবে যে এর জন্য ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। আবার আপনাদের শিক্ষক শিক্ষিকা সকলেই অনেক ভালো, যেটা আমাদের ছেলেমেয়েরা বারবার বলে। এক কথায় আপনাদের প্রতিষ্ঠান নিয়ে আমি সত্যই গর্বিত।

জুবায়ের হোসাইন মামুনের সম্মানিত অভিভাবক ব্যক্ত করেন, আপনাদের অনলাইনে ক্লাস চালু থাকার কথা শুনে খুবই ভালো লাগলো, কারণ এতে ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হবে না। এই মানবিক দুর্যোগের মাঝেও আপনারা তাদের ক্লাস চালিয়ে যাচ্ছেন, এতে তাদের অলস মস্তিষ্কে বসে থাকতে হবে না। আমারা আসলে এমনটাই প্রত্যাশা করছিলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের।

সুমাইয়া আক্তারের সম্মানিত অভিভাবক বলেন, আজ গোটা পৃথিবী এক দুর্যোগের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, এর মাঝে আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একটি কথা আমি মনে করিয়ে দিতে চাই, ড্যাফোডিল অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আলাদা জন্যই কিন্তু আমি আমার বোনকে ড্যাফোডিলে ভর্তি করিয়েছি। আপনাদের প্রতি আমাদের এই আস্থার সম্পর্ক আছে বলেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি।

আলী হায়দারের সম্মানিত অভিভাবক, আপনাদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সকল শিক্ষক, কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানায় এই কারণে যে, এমন এক যুদ্ধাভাব মূহুর্তেও আপনারা আমাদের ছেলেমেয়েদের পড়ালেখা অনলাইনে চালিয়ে যাচ্ছেন। হোমাকোয়ারন্টাইনে থেকেও পড়ালেখা করছে, এর জন্য আমরা চিরকৃতজ্ঞ।

নাইমুল ইসলামের সম্মানিত অভিভাবক জানান, আসলে এই মহামারীর সময় আমরা সকলেই ঘরে বন্দী। এর মাঝেও ছেলেমেয়েদের পড়ালেখা চালিয়া যাওয়ার এই বিশেষ উদ্যোগের জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত সামনের পরীক্ষাটা খুব ভালো একটা মূল্যায়ন হবে ওদের জন্য। আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে বলেই আমার সন্তানকে আমি ড্যাফোডিল এ ভর্তি করিয়েছি। আপনারা আমাদের ছেলেমেয়েদের জন্য কঠোর পরিশ্রম করছেন, এর জন্য আমি ভীষণ গর্বিত।

সাইমা মুর্শেদ দিসার সম্মানিত অভিভাবক বলেন, আপনাদের অনলাইন ক্লাসের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কারণ প্রতিদিন সঠিক সময়ে ক্লাস করার জন্য ছেলেমেয়েরা ফেইসবুক সহ অন্যান্য সোশাল মিডিয়া গুলোতে অযাথা সময়ের অপচয় করার সুযোগ পায়না। পাশাপাশি ক্লাস ওয়ার্ক করার জন্য তারা বাসায় থাকতে বাধ্য হচ্ছে এটা কিন্তু এই মুহুর্তে আমাদের সবার জন্য ভালো। আমরা আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X