ডানিউব হোম বাংলাদেশ ও ডিটিআই এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত।

mou

শিক্ষার্থী ও অ্যালামনাইদের জন্য ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) সর্বদাই কাজ করে থাকে তারই অংশ হিসেবে আজ  ডানিউব হোম বাংলাদেশ ও ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে । এই চুক্তির মাধ্যমে ডিটিআই এর অ্যালামনাইরা এঅ্যালামনাই কার্ড প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন প্রডাক্টস ক্রয়ে নিম্নলিখিত অফারগুলি উপভোগ করতে পারবেন:

  • ডানিউব হোম বাংলাদেশ থেকে যেকোনো ফার্নিচার ক্রয়ের উপর 10% ছাড়
  • ডানিউব হোম বাংলাদেশ থেকে যেকোনো  show pieces ক্রয়ের উপর 10% ছাড়

এই অফারগুলি উপভোগ করতে, শুধুমাত্র  শিক্ষার্থীদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের Alumni Card ডানিউব হোম বাংলাদেশ এর যেকোনো শাখায় দেখাতে হবে।

উক্ত চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর পক্ষে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব রথীন্দ্রনাথ দাস, উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন রুবেল ও সিনিয়র সহকারী পরিচালক জনাব আওলাদ হোসাইন এবং ও  ডানিউব হোম বাংলাদেশ এর পক্ষে ডিজিএম জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Admission Button