গত ৯ নভেম্বর ২০২০, কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে, ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পৃষ্ঠপোষকতায় “৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।”
এই প্রতিযোগিতায় সিনিয়র, জুনিয়র এবং বিশেষ এই তিনটি ক্যাটেগরিতে প্রায় ১০০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তন্মধ্যে দিপ্তী-ডিটিআই এর শিক্ষার্থীরা ২ টি ক্যাটেগরিতে ৫ টী প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় “ক্রিয়েটিভ ও সাসটেইনেবল প্রজেক্ট” ক্যাটাগরিতে ২য় ও ৩য় স্থান অধীকার করায় ডিটিআই এর শিক্ষার্থীদের অভিনন্দন!
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন-
প্রধান অতিথিঃ জনাব মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রশাসক, ঢাকা।
বিশেষ অতিথিঃ জনাব শাহানাজ সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, ঢাকা।
মোঃ বেনজীর আহম্মদ, জেলা শিক্ষা অফিসার, ঢাকা।
সভাপতিঃ জনাব বীর মুক্তযোদ্ধা আলহাজ্জ্ব মোঃ আবুল হোসেন, সভাপতি, কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা।
ডিটিআই এর শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জনে দিপ্তী এবং ডিটিআই এর সম্মানিত নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব রথীন্দ্র নাথ দাস উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এর সঙ্গে জড়িত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।