ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত হচ্ছে জাপানের জব মার্কেট।

MOU With DJIT
MOU With DJIT
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত হচ্ছে জাপানের জব মার্কেট

ড্যাফোডিল জাপান আইটি লিঃ এবং ডিটিআই সম্মিলিতভাবে কাজ করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জাপানের জব মার্কেটে প্রবেশের দ্বার সুগম করতে।

বর্তমানে জাপানের কাজের সুযোগ এতোটাই বেশি যে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী ও শিক্ষার্থীরা পাড়ি যমাচ্ছে প্রাচ্যের এই সমৃদ্ধ দেশে। বিশাল এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিড়ে বাংলাদেশী শিক্ষার্থীরা কম নয়। কিন্তু জাপানে প্রবেশ করার পূর্বশর্ত হিসেবে জাপানি ভাষা জানা একান্ত আবশ্যক। বাংলাদেশের অন্যতম জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান Daffodil Japan IT Ltd. (DJIT), এই প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের জাপানের জব মার্কেটে প্রবেশের স্বার্থে ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউট এক সমঝোতা স্বারক চু্ক্তি স্বাক্ষর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X